বান্দরবানের রুমায় সাঙ্গু নদীর তীর থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে, তারা গোলাগুলিতে নিহত হয়েছেন।
রোববার সকাল ১১টার সময় রোয়াংছড়ির মংবাতং এলাকায় সাঙ্গু নদীর তীরে চারজনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার একুশে টেলিভিশনকে বলেন, শনিবার রুমার পাইন্দু ইউনিটয়নে দুই পাহাড়ী সশস্ত্র দলের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। “আজ সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে চারজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যাি করে লাশ নিয়ে যায় আরেকটি সশস্ত্র দল।
পরে জেএসএস মূল দলের কর্মীরা রাতে রুমার পাইন্দু এলাকায় প্রতিপক্ষের কয়েকজনকে গুলি করে হত্যার পর লাশ নৌকায় করে এনে মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়।

বান্দরবান প্রতিনিধি 
























