করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১১৮ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৫৭ হাজার ৯১৩ জন। সোমবার (৭ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৬৬ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬০ লাখ ১৯ হাজার ৪৩৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬১৩ জন এবং মারা গেছেন ১৬১ জন। রাশিয়ায় মারা গেছেন ৭৪৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৯ হাজার ৮৬৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯০৩ জন এবং মারা গেছেন ১৮৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ২১৯ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯৬১ জন। ভারতে মারা গেছেন ৭০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১২৪ জন।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























