মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ৫ রাজ্যে চলছে ভোট গণনা

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া এবং মনিপুরে ভোট গণনা শুরু হয়েছে। এমনটাই জানিয়েছে ভারত ভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রাথমিকভাবে দেখা যাচ্ছে উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোটের চেয়ে জোরালোভাবে এগিয়ে রয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। আর পাঞ্জাবে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। এছাড়া উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, গোয়া এবং মনিপুরে ক্ষমতা ধরে রাখার আশা করছে বিজেপি। পাঞ্জাবে কঠিন পরীক্ষায় পড়েছে ক্ষমতাসীন কংগ্রেস।

সবচেয়ে বেশি উত্তেজনা রয়েছে উত্তর প্রদেশে। পার্লামেন্টের ৮০ আসন থাকা রাজ্যটিতে ক্ষমতা ধরে রাখা কেন্দ্রে সরকার গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি। রাজ্যটির ৪০৩ বিধানসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলে বিগত তিন দশকের মধ্যে প্রথম দল হিসেবে রাজ্যটিতে টানা দ্বিতীয়বার ক্ষমতায় বসবে বিজেপি।

উত্তর প্রদেশে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। ছোট ছোট দলগুলোকে সঙ্গে জোট করে দলটি সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে পারবে বলে আশা করছে। রাজ্যের পূর্বাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয় অংশে সংখ্যালঘু ভোটাররা গুরুত্বপূর্ণ প্রভাবক বলে মনে করা হয়।

পাঞ্জাবে এক্সিট পোল জরিপে অরবিন্দ কেজরিওয়ালের এএপি বড় জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। ১১৭ বিধানসভা আসনের রাজ্যটিতে কংগ্রেস দ্বিতীয় অবস্থানে যাবে বলে জানায় এক্সিট পোলের হিসেব। সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং ক্রিকেট থেকে রাজনীতিতে আসা নভোজিৎ সিং সিধুর অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজ্যটিতে নাকাল হয়ে পড়ে কংগ্রেস। বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট গড়েছে অমরিন্দর সিংয়ের নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস।

এদিকে, গোয়া রাজ্যেও কঠিন লড়াই হবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেসের চেয়ে কম আসন পেয়েও পাঁচ বছর আগে রাজ্যটিতে সরকার গঠন করতে সক্ষম হয় বিজেপি। উভয় দলই এবার রাজ্যটিতে ক্ষমতায় বসার আশা করছে। তবে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গঠন করা মহারাষ্ট্রবাদী গোমাতা পার্টি (এমজিপি) এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়েছে।

২০১৭ সালে একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও মনিপুরেও সরকার গঠন থেকে বঞ্চিত হয় কংগ্রেস। সেবার ৬০ বিধানসভা আসনের মধ্যে ২৮টি পায় কংগ্রেস। বিজেপি ২১ আসনে জয় পেয়ে ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস ফ্রন্টের সমর্থনে সরকার গঠন করে। এবারে রাজ্যটিতে জোরেশোরে নির্বাচনে নেমেছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি। ৩৮ আসনে প্রার্থী দিয়েছে দলটি।

এক্সিট পোলের অনুমান বলছে উত্তরাখন্ডে এবার ঝুলন্ত বিধানসভা হতে পারে। এক্ষেত্রে স্বতন্ত্র এবং ছোট ছোট দলের প্রার্থীরা বড় নিয়ামক হয়ে উঠতে পারে। রাজ্যটির ৬০ বিধানসভা আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস এর মধ্যে ৪০-৪৫টি আসনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হবে। আর আঞ্চলিক দলগুলো ২৫-৩০ আসনে বড় হয়ে উঠতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভারতের ৫ রাজ্যে চলছে ভোট গণনা

প্রকাশিত সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া এবং মনিপুরে ভোট গণনা শুরু হয়েছে। এমনটাই জানিয়েছে ভারত ভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রাথমিকভাবে দেখা যাচ্ছে উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোটের চেয়ে জোরালোভাবে এগিয়ে রয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। আর পাঞ্জাবে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। এছাড়া উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, গোয়া এবং মনিপুরে ক্ষমতা ধরে রাখার আশা করছে বিজেপি। পাঞ্জাবে কঠিন পরীক্ষায় পড়েছে ক্ষমতাসীন কংগ্রেস।

সবচেয়ে বেশি উত্তেজনা রয়েছে উত্তর প্রদেশে। পার্লামেন্টের ৮০ আসন থাকা রাজ্যটিতে ক্ষমতা ধরে রাখা কেন্দ্রে সরকার গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি। রাজ্যটির ৪০৩ বিধানসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলে বিগত তিন দশকের মধ্যে প্রথম দল হিসেবে রাজ্যটিতে টানা দ্বিতীয়বার ক্ষমতায় বসবে বিজেপি।

উত্তর প্রদেশে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। ছোট ছোট দলগুলোকে সঙ্গে জোট করে দলটি সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে পারবে বলে আশা করছে। রাজ্যের পূর্বাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয় অংশে সংখ্যালঘু ভোটাররা গুরুত্বপূর্ণ প্রভাবক বলে মনে করা হয়।

পাঞ্জাবে এক্সিট পোল জরিপে অরবিন্দ কেজরিওয়ালের এএপি বড় জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। ১১৭ বিধানসভা আসনের রাজ্যটিতে কংগ্রেস দ্বিতীয় অবস্থানে যাবে বলে জানায় এক্সিট পোলের হিসেব। সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং ক্রিকেট থেকে রাজনীতিতে আসা নভোজিৎ সিং সিধুর অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজ্যটিতে নাকাল হয়ে পড়ে কংগ্রেস। বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট গড়েছে অমরিন্দর সিংয়ের নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস।

এদিকে, গোয়া রাজ্যেও কঠিন লড়াই হবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেসের চেয়ে কম আসন পেয়েও পাঁচ বছর আগে রাজ্যটিতে সরকার গঠন করতে সক্ষম হয় বিজেপি। উভয় দলই এবার রাজ্যটিতে ক্ষমতায় বসার আশা করছে। তবে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গঠন করা মহারাষ্ট্রবাদী গোমাতা পার্টি (এমজিপি) এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়েছে।

২০১৭ সালে একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও মনিপুরেও সরকার গঠন থেকে বঞ্চিত হয় কংগ্রেস। সেবার ৬০ বিধানসভা আসনের মধ্যে ২৮টি পায় কংগ্রেস। বিজেপি ২১ আসনে জয় পেয়ে ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস ফ্রন্টের সমর্থনে সরকার গঠন করে। এবারে রাজ্যটিতে জোরেশোরে নির্বাচনে নেমেছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি। ৩৮ আসনে প্রার্থী দিয়েছে দলটি।

এক্সিট পোলের অনুমান বলছে উত্তরাখন্ডে এবার ঝুলন্ত বিধানসভা হতে পারে। এক্ষেত্রে স্বতন্ত্র এবং ছোট ছোট দলের প্রার্থীরা বড় নিয়ামক হয়ে উঠতে পারে। রাজ্যটির ৬০ বিধানসভা আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস এর মধ্যে ৪০-৪৫টি আসনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হবে। আর আঞ্চলিক দলগুলো ২৫-৩০ আসনে বড় হয়ে উঠতে পারে।