শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘ষড়যন্ত্রকারীরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়:গোলাম কিবরিয়া

'ষড়যন্ত্রকারীরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়'

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা সবসময় পিছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা তাদের নিশ্চিত পরাজয় জেনেই ক্ষমতায় আসার জন্য পিছনের দরজা খুঁজছে।’ বুধবার বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

গোলাম কিবরিয়া আরও বলেন, ‘আগামী ১৪ ই মার্চের সম্মেলনে আমরা ক্লিন ইমেজধারী প্রার্থীদেরকে দায়িত্বে নিয়ে আসতে চাই। যারা সংগঠনের জন্য শ্রম দিয়েছে, সময় দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা আছে, সেসকল ছাত্রলীগ কর্মীরা আগামীতে ছাত্রলীগের নেতৃত্বে আসবে।’

আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে রাবি ছাত্রলীগের হল সম্মেলন। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএ কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমূখ উপস্থিত থাকার কথা রয়েছে

এই হল সম্মেলনকে সামনে রেখে হলগুলোতে কর্মী সভা করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গত ৭ মার্চ থেকে শুরু হয়েছে এই সভা, চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। গত ৭ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেরে বাংলা এ কে ফজলুল হক হল ও মতিহার হল, ৮ তারিখে শাহ মখদুম হল, সৈয়দ আমীর আলী হল, নবাব আব্দুল লতিফ হলে কর্মীসভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার শহীদ শামসুজ্জোহা হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও মাদার বখ্শ হলে কর্মীসভা অনুষ্ঠিত হয়। আগামীকাল ১০ মার্চ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, মুন্নুজান হল, রোকেয়া হল, রহমতুন্নেসা হল, তাপসী রাবেয়া হল, খালেদা জিয়া হল, শহীদ হবিবুর রহমান হল ও জিয়া হলে কর্মীসভা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘ষড়যন্ত্রকারীরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়:গোলাম কিবরিয়া

প্রকাশিত সময় : ১২:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা সবসময় পিছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা তাদের নিশ্চিত পরাজয় জেনেই ক্ষমতায় আসার জন্য পিছনের দরজা খুঁজছে।’ বুধবার বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

গোলাম কিবরিয়া আরও বলেন, ‘আগামী ১৪ ই মার্চের সম্মেলনে আমরা ক্লিন ইমেজধারী প্রার্থীদেরকে দায়িত্বে নিয়ে আসতে চাই। যারা সংগঠনের জন্য শ্রম দিয়েছে, সময় দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা আছে, সেসকল ছাত্রলীগ কর্মীরা আগামীতে ছাত্রলীগের নেতৃত্বে আসবে।’

আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে রাবি ছাত্রলীগের হল সম্মেলন। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএ কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমূখ উপস্থিত থাকার কথা রয়েছে

এই হল সম্মেলনকে সামনে রেখে হলগুলোতে কর্মী সভা করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গত ৭ মার্চ থেকে শুরু হয়েছে এই সভা, চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। গত ৭ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেরে বাংলা এ কে ফজলুল হক হল ও মতিহার হল, ৮ তারিখে শাহ মখদুম হল, সৈয়দ আমীর আলী হল, নবাব আব্দুল লতিফ হলে কর্মীসভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার শহীদ শামসুজ্জোহা হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও মাদার বখ্শ হলে কর্মীসভা অনুষ্ঠিত হয়। আগামীকাল ১০ মার্চ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, মুন্নুজান হল, রোকেয়া হল, রহমতুন্নেসা হল, তাপসী রাবেয়া হল, খালেদা জিয়া হল, শহীদ হবিবুর রহমান হল ও জিয়া হলে কর্মীসভা অনুষ্ঠিত হবে।