শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ছাত্রলীগের হল সম্মেলন শুরু

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়ানোর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘সমন্বিত হল সম্মেলন’ শুরু হয়েছে।

সোমবার দুপুর দেড়টায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের প্রধান বক্তা রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ড. আনিকা ফারিহা জামান অর্ণা।

সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, আহসান হাবীব বাপ্পী, শফি আজাদ বান্টি ও প্রদীপ কুমার সাহা পিংকু, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস।

সম্মেলনে সভাপতিত্ব করছেন রাবি শাহ মখদুম হল ছাত্রলীগের সভাপতি আরিফ বিন জাহির এবং সঞ্চলনায় আছেন শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বরজাহান আলী।

হল সম্মেলন উপলক্ষে বিকেল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বর্তমানের সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, আঁখি আলমগীর এবং ব্যান্ড ওয়ারফেজ।

এদিকে সম্মেলনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে প্রতিটি অ্যাকাডেমিক ভবন, বিভিন্ন রাস্তার মোড়, ছাত্রলীগের টেন্ট, টুকিটাকি চত্বর, আমতলা চত্বর, পরিবহন মার্কেট, আবাসিক হল গেট ছেঁয়ে গেছে ব্যানার, ফেস্টুনে। রঙবেরঙের পোস্টার আর নানা শুভেচ্ছা বার্তায় স্বাগত জানানো হয়েছে সম্মেলনের অতিথিদের। পদপ্রত্যাশীদের মাঝে বিরাজ করছে আনন্দ। ‘জয় বাংলা’সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবি ছাত্রলীগের হল সম্মেলন শুরু

প্রকাশিত সময় : ০৪:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়ানোর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘সমন্বিত হল সম্মেলন’ শুরু হয়েছে।

সোমবার দুপুর দেড়টায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের প্রধান বক্তা রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ড. আনিকা ফারিহা জামান অর্ণা।

সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, আহসান হাবীব বাপ্পী, শফি আজাদ বান্টি ও প্রদীপ কুমার সাহা পিংকু, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস।

সম্মেলনে সভাপতিত্ব করছেন রাবি শাহ মখদুম হল ছাত্রলীগের সভাপতি আরিফ বিন জাহির এবং সঞ্চলনায় আছেন শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বরজাহান আলী।

হল সম্মেলন উপলক্ষে বিকেল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বর্তমানের সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, আঁখি আলমগীর এবং ব্যান্ড ওয়ারফেজ।

এদিকে সম্মেলনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে প্রতিটি অ্যাকাডেমিক ভবন, বিভিন্ন রাস্তার মোড়, ছাত্রলীগের টেন্ট, টুকিটাকি চত্বর, আমতলা চত্বর, পরিবহন মার্কেট, আবাসিক হল গেট ছেঁয়ে গেছে ব্যানার, ফেস্টুনে। রঙবেরঙের পোস্টার আর নানা শুভেচ্ছা বার্তায় স্বাগত জানানো হয়েছে সম্মেলনের অতিথিদের। পদপ্রত্যাশীদের মাঝে বিরাজ করছে আনন্দ। ‘জয় বাংলা’সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ।