শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তিনদিন বিদ্যুৎহীন কুবি, প্রশাসনের হুঁশ নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিনদিন ধরে বিদ্যুৎ না থাকা, ইন্টারনেটের ধীরগতি ও আবাসিক হলের সমস্যা সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের শিক্ষার্থীরা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা ‘তিনদিন ধরে বিদ্যুৎ নাই, প্রশাসনের হুঁশ নাই’, ‘ওয়াইফাই স্পিড নাই, প্রশাসনের হুঁশ নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শুক্রবার (১৮ মার্চ) বিকাল সাড়ে পাঁচটা থেকে তারা আন্দোলন শুরু করেন। এদিকে আন্দোলন শুরুর পরপরই আলাদা সংযোগ থেকে হলগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকলেও আবাসিক হল ও শিক্ষক ডরমিটরিতে ৩ দিন ধরে বিদ্যুৎ নেই। কিছুক্ষণের জন্য আসলেও আবার চলে যাচ্ছে। পানি সংকট, পড়াশোনার ব্যাঘাত, ঘুমের সমস্যা ও মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে বিকাল সাড়ে ৫টার পর হলগুলোতে আলাদা একটি সংযোগ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের তানজিনা আকতার বলেন, আমরা আন্দোলন করছি, কারণ আমাদের হলে তিনদিন ধরে বিদ্যুৎ নেই, পানি নেই। আজকে শবে বরাত, একটা পবিত্র দিন। আমরা মেয়েরা তো গোসল করার জন্য বাইরে যেতে পারি না। পানির সমস্যা আয়রনযুক্ত পানি, ওয়াইফাইয়ের স্পিড নেই। আমাদের এত এত সমস্যা, বার বার অভিযোগ দেওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি। আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব।

এ বিষয়ে প্রকৌশল দফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান বলেন, বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। মাটির নিচে কোথায় লাইন কাটা পড়েছে তা ধরা যাচ্ছে না। এ কারণে আমরা মাটির ওপর দিয়ে লাইন টেনে দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, বিদ্যুতের সমস্যার বিষয়ে আমরা চিঠি পাঠিয়েছি। আসলে এটা তো সরকারের বিষয়। এটার দীর্ঘস্থায়ী একটা সমাধান কীভাবে বের করা যায় সেটা আমরা দেখব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

তিনদিন বিদ্যুৎহীন কুবি, প্রশাসনের হুঁশ নেই

প্রকাশিত সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিনদিন ধরে বিদ্যুৎ না থাকা, ইন্টারনেটের ধীরগতি ও আবাসিক হলের সমস্যা সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের শিক্ষার্থীরা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা ‘তিনদিন ধরে বিদ্যুৎ নাই, প্রশাসনের হুঁশ নাই’, ‘ওয়াইফাই স্পিড নাই, প্রশাসনের হুঁশ নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শুক্রবার (১৮ মার্চ) বিকাল সাড়ে পাঁচটা থেকে তারা আন্দোলন শুরু করেন। এদিকে আন্দোলন শুরুর পরপরই আলাদা সংযোগ থেকে হলগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকলেও আবাসিক হল ও শিক্ষক ডরমিটরিতে ৩ দিন ধরে বিদ্যুৎ নেই। কিছুক্ষণের জন্য আসলেও আবার চলে যাচ্ছে। পানি সংকট, পড়াশোনার ব্যাঘাত, ঘুমের সমস্যা ও মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে বিকাল সাড়ে ৫টার পর হলগুলোতে আলাদা একটি সংযোগ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের তানজিনা আকতার বলেন, আমরা আন্দোলন করছি, কারণ আমাদের হলে তিনদিন ধরে বিদ্যুৎ নেই, পানি নেই। আজকে শবে বরাত, একটা পবিত্র দিন। আমরা মেয়েরা তো গোসল করার জন্য বাইরে যেতে পারি না। পানির সমস্যা আয়রনযুক্ত পানি, ওয়াইফাইয়ের স্পিড নেই। আমাদের এত এত সমস্যা, বার বার অভিযোগ দেওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি। আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব।

এ বিষয়ে প্রকৌশল দফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান বলেন, বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। মাটির নিচে কোথায় লাইন কাটা পড়েছে তা ধরা যাচ্ছে না। এ কারণে আমরা মাটির ওপর দিয়ে লাইন টেনে দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, বিদ্যুতের সমস্যার বিষয়ে আমরা চিঠি পাঠিয়েছি। আসলে এটা তো সরকারের বিষয়। এটার দীর্ঘস্থায়ী একটা সমাধান কীভাবে বের করা যায় সেটা আমরা দেখব।