মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৩ দিনের রিমান্ডে কার্গোর ৮ জন

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক কার্গো জাহাজের মাস্টার-ড্রাইভার, গ্রিজার ইঞ্জিনিয়ারসহ ৮ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে আসামিদেরকে আদালতে তোলার পর তদন্তকারী পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালত।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- জাহাজের মাস্টার রমজান আলী শেখ, নুরুল আলম, কর্তব্যরত ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার রিয়াদ হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর প্রেক্ষিতে আদালত তাদেরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী বিআইডব্লিটিএর উপপরিচালক বাবু লাল বদ্য জানান, রোববার দুপুরে নারায়ণগঞ্জ সেন্ট্রাল ঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া এলএম আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় এমভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ। 

তিনি জানান, বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে দেয়ায় জাহাজের চালক, মাস্টার, সুকানিসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপর আরেকটি মামলা হবে মতিঝিলে নৌ আদালতে। 

তিনি জানান, মামলার আসামিদের কঠোর শাস্তি প্রদানে সুপারিশ করা হয়েছে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, মামলায় অভিযাযোগ আনা হয়েছে, বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে নরহত্যা, জখম, গুরুত্বর জখমসহ ক্ষয়ক্ষতি। মামলার আসামিদের নৌ পুলিশের হেফাজতে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

এদিকে, শীতলক্ষ্যায় লঞ্চডুবির এ ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনায় সোমবার পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৩ দিনের রিমান্ডে কার্গোর ৮ জন

প্রকাশিত সময় : ০৯:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক কার্গো জাহাজের মাস্টার-ড্রাইভার, গ্রিজার ইঞ্জিনিয়ারসহ ৮ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে আসামিদেরকে আদালতে তোলার পর তদন্তকারী পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালত।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- জাহাজের মাস্টার রমজান আলী শেখ, নুরুল আলম, কর্তব্যরত ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার রিয়াদ হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর প্রেক্ষিতে আদালত তাদেরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী বিআইডব্লিটিএর উপপরিচালক বাবু লাল বদ্য জানান, রোববার দুপুরে নারায়ণগঞ্জ সেন্ট্রাল ঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া এলএম আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় এমভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ। 

তিনি জানান, বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে দেয়ায় জাহাজের চালক, মাস্টার, সুকানিসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপর আরেকটি মামলা হবে মতিঝিলে নৌ আদালতে। 

তিনি জানান, মামলার আসামিদের কঠোর শাস্তি প্রদানে সুপারিশ করা হয়েছে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, মামলায় অভিযাযোগ আনা হয়েছে, বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে নরহত্যা, জখম, গুরুত্বর জখমসহ ক্ষয়ক্ষতি। মামলার আসামিদের নৌ পুলিশের হেফাজতে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

এদিকে, শীতলক্ষ্যায় লঞ্চডুবির এ ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনায় সোমবার পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।