মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৯ রুশ নাগরিককে মুক্তি দিয়েছে ইউক্রেন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ২৬ তম দিনে রাশিয়ার ৯ রুশ নাগরিককে মুক্তি দিয়েছে ইউক্রেন। 

মঙ্গলবার (২২ মার্চ) রুশ সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মস্কালকভা এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সাক্ষাতকারে তাতিয়ানা বলেন, এই প্রথম ইউক্রেনের সাথে আমাদের যুদ্ধবন্দি বিনিময় হলো। এর আওতায় আমাদের ৯ নাগরিককে আমরা দেশে ফিরিয়ে এনেছি।

মেলিটোপোলের মেয়র ইভান ফেদোরোভার ৯ রুশ কর্মীর মুক্তির বিষয়টি স্বীকার করেছেন। তবে এ বিষয়ে দেশ দু’টির পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ইউক্রেনের মারিউপোল শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে মস্কো। যদিও এ প্রস্তাব প্রত্যাখ্যান করে কিয়েভ।

ইউক্রেনীয় সেনারা বলছে, বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। এর ফলে নতুন করে বাড়ছে উত্তেজনা। দুই সপ্তাহের বেশি সময় শহরটি অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এখন পর্যন্ত ৯০২ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। এ সময় গোলাগুলি ও বিমান হামলায় আহত হয়েছে আরও ১৪৫৯ জন ইউক্রেনীয়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, আগ্রাসন শুরুর পর থেকে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত এ হতাহতের ঘটনা ঘটে।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৯ রুশ নাগরিককে মুক্তি দিয়েছে ইউক্রেন

প্রকাশিত সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ২৬ তম দিনে রাশিয়ার ৯ রুশ নাগরিককে মুক্তি দিয়েছে ইউক্রেন। 

মঙ্গলবার (২২ মার্চ) রুশ সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মস্কালকভা এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সাক্ষাতকারে তাতিয়ানা বলেন, এই প্রথম ইউক্রেনের সাথে আমাদের যুদ্ধবন্দি বিনিময় হলো। এর আওতায় আমাদের ৯ নাগরিককে আমরা দেশে ফিরিয়ে এনেছি।

মেলিটোপোলের মেয়র ইভান ফেদোরোভার ৯ রুশ কর্মীর মুক্তির বিষয়টি স্বীকার করেছেন। তবে এ বিষয়ে দেশ দু’টির পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ইউক্রেনের মারিউপোল শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে মস্কো। যদিও এ প্রস্তাব প্রত্যাখ্যান করে কিয়েভ।

ইউক্রেনীয় সেনারা বলছে, বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। এর ফলে নতুন করে বাড়ছে উত্তেজনা। দুই সপ্তাহের বেশি সময় শহরটি অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এখন পর্যন্ত ৯০২ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। এ সময় গোলাগুলি ও বিমান হামলায় আহত হয়েছে আরও ১৪৫৯ জন ইউক্রেনীয়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, আগ্রাসন শুরুর পর থেকে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত এ হতাহতের ঘটনা ঘটে।