দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ফুলবাড়ী দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ফকিরপাড়া নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ট্রাকের চালক ও হেলপার নিহত হন।
নিহতরা হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার কলম গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বাদশা ও হেলপার বগুড়া জেলার নন্দীগ্রামের তসির প্রামানিকের ছেলে খোরশেদ হোসেন অপর ট্রাক চালক সাইদুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম নিউজ টোয়েন্টিফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।