রাজধানীর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় একটি বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের দুজনের নাম যথাক্রমে বাদল (৪৫) ও রফিক (২২)।
তাদের একজন বালু বোঝাই ট্রাকের চালক ও অপর একজন লেবার। প্রথমে আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের দুজনের ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে দুর্ঘটনায় আহত ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















