শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয় খুবির সাথে যৌথ গবেষণায় আগ্রহী

খুবি উপাচার্যের সাথে নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফুলকো’র সাক্ষাৎ। আজ ২৬ মার্চ (শনিবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জলবায়ু বিশেষজ্ঞ প্রফেসর ড. ফুলকো লুডউইক। সাক্ষাৎকালে তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জলবায়ুগত অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি এবং তার প্রভাব বিশেষ গুরুত্ব পায়। প্রফেসর ফুলকো কৃষিক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করে ফল ও ফসল উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার পর্যবেক্ষণ ও আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন।

তিনি এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয়পক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সফররত প্রফেসর ফুলকোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, প্রকৃতপক্ষে সুন্দরবন উপকূল তথা এতদাঞ্চলে জলবায়ুগত পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে। উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের জীব-বৈচিত্র্য এবং বিশেষ করে সুন্দরবন ও এর প্রভাবিত এলাকা নিয়ে শিক্ষা ও গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে এ সম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে, যার সাথে ওয়াগিনন বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সাথে গবেষণার মাধ্যমে নতুন নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। উপাচার্য সুন্দরবনের ওপর লিখিত তাঁর গবেষণা গ্রন্থের একটি কপি প্রফেসর ফুলকোকে উপহার দেন। আলোচনাকালে জানানো হয়, ওয়াগিনন বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন।

তাদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনের উদ্যোগের বিষয়টিও স্বাগত জানানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী গবেষক ড. উৎপল কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুবি উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয় খুবির সাথে যৌথ গবেষণায় আগ্রহী

প্রকাশিত সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২

খুবি উপাচার্যের সাথে নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফুলকো’র সাক্ষাৎ। আজ ২৬ মার্চ (শনিবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জলবায়ু বিশেষজ্ঞ প্রফেসর ড. ফুলকো লুডউইক। সাক্ষাৎকালে তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জলবায়ুগত অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি এবং তার প্রভাব বিশেষ গুরুত্ব পায়। প্রফেসর ফুলকো কৃষিক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করে ফল ও ফসল উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার পর্যবেক্ষণ ও আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন।

তিনি এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয়পক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সফররত প্রফেসর ফুলকোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, প্রকৃতপক্ষে সুন্দরবন উপকূল তথা এতদাঞ্চলে জলবায়ুগত পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে। উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের জীব-বৈচিত্র্য এবং বিশেষ করে সুন্দরবন ও এর প্রভাবিত এলাকা নিয়ে শিক্ষা ও গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে এ সম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে, যার সাথে ওয়াগিনন বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সাথে গবেষণার মাধ্যমে নতুন নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। উপাচার্য সুন্দরবনের ওপর লিখিত তাঁর গবেষণা গ্রন্থের একটি কপি প্রফেসর ফুলকোকে উপহার দেন। আলোচনাকালে জানানো হয়, ওয়াগিনন বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন।

তাদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনের উদ্যোগের বিষয়টিও স্বাগত জানানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী গবেষক ড. উৎপল কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুবি উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।