কক্সবাজার সিটি কলেজগেইট প্রধান সড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রিদুয়ান নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত রিদুয়ান সিটি কলেজ সাহিত্যিকা পল্লী এলাকার আবু ছিদ্দিক আহমদের ছেলে ও চট্টগ্রাম মহসিন কলেজ অনার্স প্রথম বর্ষের ছাত্র।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। রাত ৮টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কক্সবাজার সিটি কলেজগেইটে মহসিন কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যান তিনি।কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মনিরুল গিয়াস জানান, দুর্বৃত্তরা এক কলেজছাত্রকে ছুরি দিয়ে আঘাত করলে মারা যান তিনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে রেখেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























