মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩২৬ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৫১২ জন। সোমবার (২৮ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ২১ লাখ ১৩ হাজার ৪০৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬১ লাখ ৪৮ হাজার ২৭১ জনের।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ২৮২ জন। রাশিয়ায় মারা গেছেন ৩৩৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ২৮০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫২ জন এবং মারা গেছেন ৪২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ১৯০ জন। ব্রাজিলে মারা গেছেন ১১৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১০ হাজার ২৩৯ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৮ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ৬৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৮২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ১০০ জন। এ ছাড়া ফ্রান্সে ৪১ জন, জাপানে ৯৮ জন, হংকংয়ে ১৫১ জন, ইরানে ৫০ জন, ভিয়েতনামে ৪৮ জন, চিলিতে ৮৩ জন, ফিলিপাইনে ১৩১ জন, মেক্সিকোতে ১০১ জন এবং থাইল্যান্ডে ৮৪ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রকাশিত সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩২৬ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৫১২ জন। সোমবার (২৮ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ২১ লাখ ১৩ হাজার ৪০৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬১ লাখ ৪৮ হাজার ২৭১ জনের।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ২৮২ জন। রাশিয়ায় মারা গেছেন ৩৩৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ২৮০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫২ জন এবং মারা গেছেন ৪২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ১৯০ জন। ব্রাজিলে মারা গেছেন ১১৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১০ হাজার ২৩৯ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৮ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ৬৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৮২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ১০০ জন। এ ছাড়া ফ্রান্সে ৪১ জন, জাপানে ৯৮ জন, হংকংয়ে ১৫১ জন, ইরানে ৫০ জন, ভিয়েতনামে ৪৮ জন, চিলিতে ৮৩ জন, ফিলিপাইনে ১৩১ জন, মেক্সিকোতে ১০১ জন এবং থাইল্যান্ডে ৮৪ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।