পবিত্র রমজান মাসের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অফিসের সময় পুনঃনির্ধারন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুয়ায়ী বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে অফিস।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অফিসের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

নিজস্ব প্রতিবেদক: 
























