মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ৬১ লাখ ৬৬ হাজার মৃত্যু দেখল বিশ্ব

On April 3, Iraqi volunteers in full hazmat gear prayed over the coffin of a 50-year-old who died of COVID-19. She was buried at a cemetery specifically opened for such deaths, some 12 miles from the holy city of Najaf.

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা ক্রমে হ্রাস পেয়েছে। একই সঙ্গে আগের দিনের উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় চার হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ লাখের নিচে নেমে এসেছে।

সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ায়। এ দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- দক্ষিণ কোরিয়া, রাশিয়া, জার্মানি এবং ব্রাজিলের নাম। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ৮১ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৬১ লাখ ৬৬ হাজারে পৌঁছে গেছে।

শুক্রবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৯৭৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দুইশ কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬১ লাখ ৬৬ হাজার ৪১৬ জনে পৌঁছেছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪১ হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার কমেছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ১৩৭ জনে দাঁড়িয়েছে।

এ দিকে গত এক দিনে বিশ্বে করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখল দক্ষিণ কোরিয়ার জনগণ। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ৬৭৫ জন। আর মারা গেছেন ৩৭৫ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৬৩১ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ২৩০ জনের।

অন্য দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। একই সময়ে মার্কিন ভূখণ্ডে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৯৮ জন। আর মারা গেছেন ৪২৬ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত আট কোটি ১৭ লাখ ৭৯ হাজার ২৬১ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ সাত হাজার ৩০৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৭৬৮ জন। আর মারা গেছেন ৩০৩ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ১২ লাখ ২৮ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৩০ হাজার ৪৫ জনের।

এছাড়া গত এক দিনে রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪৫ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৭৭ জন। এছাড়া মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ৭৮ লাখ ৪২ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে তিন লাখ ৬৮ হাজার ৭২২ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণহানির সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার থাবায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৯০ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৬১ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৯৯ লাখ ৪৭ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৯ হাজার ৮৬০ জনের।

করোনায় সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫২ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন এক হাজার ১১৬ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে চার কোটি ৩০ লাখ ২৫ হাজার ৫৫৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ২১১ জন।

শেষ ২৪ ঘণ্টায় ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন। আর মারা গেছেন ৫৬ জন। একই সময়ে অঞ্চলটির আরেক রাষ্ট্র ইতালিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৯৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫৯ জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৩৩২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮৯ জন।

গত একদিনে ফরাসি ভূখণ্ডে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩১১ জন। আর মারা গেছেন ১৩৯ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৮৪৩ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৪২ হাজার ২৭৩ জন। পূর্ব এশিয়ার দেশ জাপানে গত এক দিনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৭৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯৭ জন।

এছাড়া ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৯২ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ১১ লাখ ৪৭ হাজার ৪২৫ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ৩৭৯ জন। গত এক দিনে পোল্যান্ডে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন চার হাজার ৯৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে শেষ এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৪৬ জন, হংকংয়ে ১১৯ জন, ফিলিপাইনে ১২৪ জন, মালয়েশিয়ায় ৪৪ জন, ডেনমার্কে ৩০ জন, চিলিতে ১১৩ জন, কানাডায় ৫৯ জন এবং থাইল্যান্ডে ৮৫ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মৃত্যুবরণ করেছেন ১০৩ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ২২ হাজার ৯৪৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

করোনায় ৬১ লাখ ৬৬ হাজার মৃত্যু দেখল বিশ্ব

প্রকাশিত সময় : ০২:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা ক্রমে হ্রাস পেয়েছে। একই সঙ্গে আগের দিনের উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় চার হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ লাখের নিচে নেমে এসেছে।

সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ায়। এ দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- দক্ষিণ কোরিয়া, রাশিয়া, জার্মানি এবং ব্রাজিলের নাম। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ৮১ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৬১ লাখ ৬৬ হাজারে পৌঁছে গেছে।

শুক্রবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৯৭৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দুইশ কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬১ লাখ ৬৬ হাজার ৪১৬ জনে পৌঁছেছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪১ হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার কমেছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ১৩৭ জনে দাঁড়িয়েছে।

এ দিকে গত এক দিনে বিশ্বে করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখল দক্ষিণ কোরিয়ার জনগণ। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ৬৭৫ জন। আর মারা গেছেন ৩৭৫ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৬৩১ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ২৩০ জনের।

অন্য দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। একই সময়ে মার্কিন ভূখণ্ডে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৯৮ জন। আর মারা গেছেন ৪২৬ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত আট কোটি ১৭ লাখ ৭৯ হাজার ২৬১ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ সাত হাজার ৩০৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৭৬৮ জন। আর মারা গেছেন ৩০৩ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ১২ লাখ ২৮ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৩০ হাজার ৪৫ জনের।

এছাড়া গত এক দিনে রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪৫ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৭৭ জন। এছাড়া মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ৭৮ লাখ ৪২ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে তিন লাখ ৬৮ হাজার ৭২২ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণহানির সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার থাবায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৯০ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৬১ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৯৯ লাখ ৪৭ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৯ হাজার ৮৬০ জনের।

করোনায় সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫২ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন এক হাজার ১১৬ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে চার কোটি ৩০ লাখ ২৫ হাজার ৫৫৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ২১১ জন।

শেষ ২৪ ঘণ্টায় ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন। আর মারা গেছেন ৫৬ জন। একই সময়ে অঞ্চলটির আরেক রাষ্ট্র ইতালিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৯৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫৯ জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৩৩২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮৯ জন।

গত একদিনে ফরাসি ভূখণ্ডে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩১১ জন। আর মারা গেছেন ১৩৯ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৮৪৩ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৪২ হাজার ২৭৩ জন। পূর্ব এশিয়ার দেশ জাপানে গত এক দিনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৭৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯৭ জন।

এছাড়া ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৯২ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ১১ লাখ ৪৭ হাজার ৪২৫ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ৩৭৯ জন। গত এক দিনে পোল্যান্ডে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন চার হাজার ৯৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে শেষ এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৪৬ জন, হংকংয়ে ১১৯ জন, ফিলিপাইনে ১২৪ জন, মালয়েশিয়ায় ৪৪ জন, ডেনমার্কে ৩০ জন, চিলিতে ১১৩ জন, কানাডায় ৫৯ জন এবং থাইল্যান্ডে ৮৫ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মৃত্যুবরণ করেছেন ১০৩ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ২২ হাজার ৯৪৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।