শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানি সিনেমায় জয়া, শুটিং হচ্ছে ঢাকায়

বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নির্মাতাদের সিনেমায় নিয়মিত অভিনয় করেন জয়া আহসান। বলা যায়, দেশের চেয়ে ভারতের সিনেমার কাজেই তিনি বেশি ব্যস্ত। এবার তিনি অভিনয় করছেন ইরানি চিত্রপরিচালকের সিনেমায়। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে টলিউডে খ্যাতি পাওয়া এ অভিনেত্রীকে এবারই প্রথম কোনো ইরানি সিনেমায় পাবেন দর্শকরা।

‘সিএনজি’ শিরোনামে এই সিনেমার শুট হচ্ছে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে। সিনেমাটি তৈরী করছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এর আগে চলচ্চিত্রটির জন্য চলতি বছরের মার্চের শুরুতেই নির্মাতা মুর্তজা অতাশ জমজমসহ মোট পাঁচ জনকে ওয়ার্ক পারমিট দেয় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই অনুমতি সাপেক্ষে ইরানি টিম রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা আবাসিকের সোলমাইদ এলাকায় ইতোমধ্যেই দৃশ্যধারণ করেছে সিনেমাটির। ২০ দিনের বেশি সময় ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। সোমবারও (৪ এপ্রিল) রাজধানীর কুয়েতি মসজিদ এলাকায় সকাল থেকেই শুটিং করছেন জয়া আহসান।

জানা গেছে, জয়া আহসান ছাড়াও শুটিংয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের আরেক অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। ‘সিএনজি’ শিরোনামে সিনেমাটির অনুমতি নেয়া হলেও জানা গেছে সিনেমাটির নাম ‘ফেরেশতে’। যার নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া আহসান। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও নির্মাতা মুর্তজা অতাশ জমজমের। যদিও এ সিনেমা প্রসঙ্গে এখনই মন্তব্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা। যে কারণে সিনেমাটির প্রযোজক ও অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেন। যেটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম এখন পর্যন্ত ১২০টির বেশি শর্টফিল্ম নির্মাণ করেছেন। এছাড়া চারটি ধারাবাহিক নাটকসহ চারটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। এছাড়াও নির্মাণ করেছেন ১২টি দেশের জন্য তথ্যচিত্র। যে তালিকায় রয়েছে জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইরানি সিনেমায় জয়া, শুটিং হচ্ছে ঢাকায়

প্রকাশিত সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নির্মাতাদের সিনেমায় নিয়মিত অভিনয় করেন জয়া আহসান। বলা যায়, দেশের চেয়ে ভারতের সিনেমার কাজেই তিনি বেশি ব্যস্ত। এবার তিনি অভিনয় করছেন ইরানি চিত্রপরিচালকের সিনেমায়। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে টলিউডে খ্যাতি পাওয়া এ অভিনেত্রীকে এবারই প্রথম কোনো ইরানি সিনেমায় পাবেন দর্শকরা।

‘সিএনজি’ শিরোনামে এই সিনেমার শুট হচ্ছে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে। সিনেমাটি তৈরী করছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এর আগে চলচ্চিত্রটির জন্য চলতি বছরের মার্চের শুরুতেই নির্মাতা মুর্তজা অতাশ জমজমসহ মোট পাঁচ জনকে ওয়ার্ক পারমিট দেয় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই অনুমতি সাপেক্ষে ইরানি টিম রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা আবাসিকের সোলমাইদ এলাকায় ইতোমধ্যেই দৃশ্যধারণ করেছে সিনেমাটির। ২০ দিনের বেশি সময় ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। সোমবারও (৪ এপ্রিল) রাজধানীর কুয়েতি মসজিদ এলাকায় সকাল থেকেই শুটিং করছেন জয়া আহসান।

জানা গেছে, জয়া আহসান ছাড়াও শুটিংয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের আরেক অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। ‘সিএনজি’ শিরোনামে সিনেমাটির অনুমতি নেয়া হলেও জানা গেছে সিনেমাটির নাম ‘ফেরেশতে’। যার নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া আহসান। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও নির্মাতা মুর্তজা অতাশ জমজমের। যদিও এ সিনেমা প্রসঙ্গে এখনই মন্তব্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা। যে কারণে সিনেমাটির প্রযোজক ও অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেন। যেটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম এখন পর্যন্ত ১২০টির বেশি শর্টফিল্ম নির্মাণ করেছেন। এছাড়া চারটি ধারাবাহিক নাটকসহ চারটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। এছাড়াও নির্মাণ করেছেন ১২টি দেশের জন্য তথ্যচিত্র। যে তালিকায় রয়েছে জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ।