প্রতি বছরে ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাংলা নববর্ষ পালন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে এই দিনে বিকেল পাঁচটার মধ্যে সব অনুষ্ঠান সম্পন্ন এবং বহিরাগতদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে এই সময়ের পর কেউ (বহিরাগত) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের ধর্মীয় নিয়ম-কানুন প্রতিপালনের স্বার্থে বিকেল পাঁচটার মধ্যে বাংলা নববর্ষের যাবতীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করতে হবে। এছাড়াও বহিরাগতদের বিকেল পাঁচটার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক: 

























