ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ গতকাল বৃহস্পতিবার ৯৬তম জন্মদিন পালন করেন। বিশেষ এই দিনে প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের একটি কটেজে অবস্থান করেন। এর আগে হেলিকপ্টারে চড়ে নরফোক এস্টেটে পৌঁছান। সেখানে বন্ধু ও স্বজনদের সঙ্গে সময় কাটান তিনি। রানির জন্মদিন উপলক্ষে বিশেষ ছবি প্রকাশ করা হয়েছে- যেখানে দুইটি সাদা ঘোড়ার পাশে রানিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর আগেও রানির ঘোড়া-প্রীতি দেখা গেছে। প্রসঙ্গত, ব্রিটেনে রানিদের মধ্যে দ্বিতীয় এলিজাবেথ সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন ধরে রাখা রানি। এই সম্মানজনক আসনে তিনি ৭০ বছর পার করেছেন। তার জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল।
১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে তিনি সিংহাসন লাভ করেন। বিবিসি।শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























