কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গা জেলায় বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র ধরনের তাপদাহ। প্রতিদিন গড়ে এ অঞ্চলের তাপমাত্রা ৩৫ থেকে ৪১ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। নেই বৃষ্টি, নেই শীতল হাওয়া। এমন পরিস্থিতিতে অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন।
সোমবার (২৫ এপ্রিল) এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবারও ছিল ৪১ ডিগ্রি সেলিসিয়াস ও শনিবার ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত তিনদিনে দেশের সর্বোচ্চ।
একদিকে রোজা অন্যদিকে তীব্র গরম, সবমিলিয়ে জীবন ওষ্ঠাগত জনসাধারণের। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় যানবাহন ও মানুষের চলাচলও কম দেখা গেছে। কেউ কেউ ঘর থেকে বাইরে বের হলেও ছাতা মাথায় দিয়ে চলাচল করছেন। আবার শ্রমজীবী মানুষরা ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছেন।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গত চারদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। দিনে দিনে তাপমাত্রা বাড়ছে। আরও কিছুদিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে। গত শনিবার ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ও আজ চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























