মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র লেবাননের মূল ভূখণ্ডে কামান থেকে দফায় দফায় বোমাবর্ষণের দাবি করেছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। মূলত লেবানিজদের ছোড়া রকেটের জবাব হিসেবেই দেশটির দক্ষিণাঞ্চলে এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেল আবিব।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র টুইট বার্তার মাধ্যমে জানান, তাদের আর্টিলারি বাহিনী দক্ষিণ লেবাননের খোলা স্থানে বোমাবর্ষণ চালিয়েছে।
এ দিকে লেবানিজ মিডিয়ার দাবি, পরিস্থিতি উত্যক্ত হওয়ার পরপরই লেবাননের দক্ষিণ সীমান্তে বিকট সাইরেন বেজে ওঠে। অপর দিকে উত্তেজনা না বাড়িয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত এবং সংযমে থাকার আহ্বান জানিয়েছেন ইউএনআইএফআইএলের প্রধান মিশন কমান্ডার আরল্ডো আলাজারো।
যদিও লেবানন থেকে ঠিক কোন গোষ্ঠী ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এমনকি পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সীমান্ত এলাকায় কোনো হতাহতের খবরও এ পর্যন্ত পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, পবিত্র রমজান মাসে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে নিরীহ ফিলিস্তিনিদের সংঘাতের ঘটনা ঘটছে। যে কারণে শতাধিক ফিলিস্তিনিকে এরই মধ্যে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।উল্লেখ্য, এর মধ্যেই লেবাননের সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিল।

রিপোর্টারের নাম 
























