বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় এলামনাই এসোসিয়েশান গঠনের উদ্দেশ্যে একটি প্রস্তুতি সভা গত ২৭ এপ্রিল, ২০২২ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগের ১ম থেকে ১৩শ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ ছিলো এই প্রস্তুতি সভায়। সভায় সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ ইলিয়াছ হোসেন।
উপস্থিত ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক নাসরিন ইসলাম, সহকারি অধ্যাপক মোঃ রাকিবুল ইসলাম, প্রভাষক মোঃ আব্দুস সোবহান, প্রভাষক এস. এম. আশরাফ হোসেন, বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভাগের অর্ধ-শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ ইলিয়াছ হোসেন প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় এলামনাই এসোসিয়েশান গঠনের প্রক্রিয়া, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অর্থনীতি বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক নাসরিন ইসলাম এবং রাকিবুল ইসলাম। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মোঃ শামসুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, পূর্বা সাহা ও মোঃ আল-আমিন অর্থনীতি বিভাগে তাদের আনন্দঘন স্মৃতিচারণ এবং আগামী দিনগুলোতে অর্থনীতি বিভাগ তথা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল আয়োজনে তাদের ¯^তঃস্ফ‚র্ত অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। বিকাল ০৫:০০ টায় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং ইফতার পরবর্তী মতবিনিময় শেষে সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

নিজস্ব প্রতিবেদক: 

























