শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে : ওবায়দুল কাদের

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি—বিরোধী দলের নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধীদল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।’ নিজ বাসভবনে আজ সোমবার সকালে ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘এবার ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কাও করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।’

এ সময় ঈদযাত্রার জন্য যারা পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতা, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেতুমন্ত্রী।

ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসার ক্ষেত্রে যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়কের জন্য প্রস্তুত থাকার আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের। এ ছাড়া দুর্ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা বজায় রেখে পরিবহণ পরিচালনার জন্য মালিক-শ্রমিক নেতাসহ সবাইকে আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে : ওবায়দুল কাদের

প্রকাশিত সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি—বিরোধী দলের নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধীদল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।’ নিজ বাসভবনে আজ সোমবার সকালে ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘এবার ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কাও করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।’

এ সময় ঈদযাত্রার জন্য যারা পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতা, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেতুমন্ত্রী।

ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসার ক্ষেত্রে যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়কের জন্য প্রস্তুত থাকার আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের। এ ছাড়া দুর্ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা বজায় রেখে পরিবহণ পরিচালনার জন্য মালিক-শ্রমিক নেতাসহ সবাইকে আহ্বান জানান তিনি।