আগামী রবিবারের (৮ মে) মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘আসানি’তে রূপ নেবে বলে পূর্বাভাস মিলেছে। এই সময়ের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৬ মে) সকালে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভব্য লঘুচাপটি এখন পুরোপুরি লঘুচাপে রূপ নিয়েছে। তবে এটি আরও ঘনীভূত হতে পারে।
এদিকে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির কথা নিশ্চিত করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দেশটির আবহাওয়া অফিস নিম্নচাপ সৃষ্টির বিষয়টি নিশ্চিত করে। সেই সঙ্গে জানায়, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া আগামী রবিবারের মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘আসানি’তে রূপ নিতে পারে।
অন্যদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। যদিও গতকাল বৃহস্পতিবারই (৫ মে) বৃষ্টিপাত বাড়ার এই সম্ভাবনার কথা জানিয়েছিল দেশের আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বিকাল পর্যন্ত রাজধানী ঢাকার কোথাও কোথাও ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থেকে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে, যার গতিবেগ ঘণ্টায় এলাকাভেদে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। শুক্রবার রাত পর্যন্ত আকাশ মেঘলাসহ থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।
এদিকে, শুক্রবার দুপুরের পর থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে রাজধানীতে। এর ফলে গরমের তীব্রতা কমে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে। বেলা ২টার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। অনেকেই জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে বৃষ্টির কবলে পড়েন। এ অবস্থায় মসজিদ কিংবা দোকানের শেডের নিচে আশ্রয় নিতে দেখা গেছে অনেককেই।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























