শ্রীলঙ্কার অমরাকীর্থি আথুকোরালা নামের এক ক্ষমতাসীন এমপি বিক্ষোভে গুলি ছোড়ার পর আত্মহত্যা করেন।
একই সময়ে দেশটির উইলোরাওয়াট এলাকায় মোরাতুয়ার মেয়র সামান লাল ফার্নান্দোর সরকারি বাসভবনে আগুন দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এ ছাড়া মাউন্ট ল্যাভিনিয়ায় সাবেক মন্ত্রী জনসন ফার্নান্দোর বাসভবনেও হামলা চালানো হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-সহিংসতার মধ্যে এ ঘটনা ঘটে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী রাজাপাকসে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন।
১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে দেশটির জনগণ। বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিরোধীরা।
সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংকট সমাধানে আজকেই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
সহিংসতা বন্ধে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা পুলিশ। এ চাড়া দেশের পুলিশদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে যোগদান করতে বলা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























