শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বোরকা পরে ছাত্রী নিবাসে ঢুকতে গিয়ে ধরা খেলো প্রেমিক

রংপুরে বোরকা পরে প্রেমিকার ছাত্রীনিবাসে ঢোকার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন এক প্রেমিক।

সোমবার (৯ মে) রাত রাত ১০টার দিকে নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকার চকবাজার কামার মোড়ের এক ছাত্রীনিবাসে এই ঘটনা ঘটে।

তাজহাট থানা উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম মইনুল ইসলাম। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই আতিকুর জানান, রাত ১০টার দিকে বোরকা পরা একজনকে মেসে ঢুকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাকে আটক করে কথা বলার সময় পুরুষ কণ্ঠ শুনে পুরো তাকে ধরে ফেলে। উত্তেজিত জনতা ওই প্রেমিক যুবককে ধরে মারপিট করে বোরকা ছিড়ে ফেলে। খবর পেয়ে তাজহাট থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে দুজনকে থানায় নেওয়া হয়েছে। আটক দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এসআই আরও জানান, এই ঘটনায় কেউ কারও বিরুদ্ধে অভিযোগ না করায় অভিভাবকদের জিম্মায় দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বোরকা পরে ছাত্রী নিবাসে ঢুকতে গিয়ে ধরা খেলো প্রেমিক

প্রকাশিত সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২

রংপুরে বোরকা পরে প্রেমিকার ছাত্রীনিবাসে ঢোকার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন এক প্রেমিক।

সোমবার (৯ মে) রাত রাত ১০টার দিকে নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকার চকবাজার কামার মোড়ের এক ছাত্রীনিবাসে এই ঘটনা ঘটে।

তাজহাট থানা উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম মইনুল ইসলাম। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই আতিকুর জানান, রাত ১০টার দিকে বোরকা পরা একজনকে মেসে ঢুকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাকে আটক করে কথা বলার সময় পুরুষ কণ্ঠ শুনে পুরো তাকে ধরে ফেলে। উত্তেজিত জনতা ওই প্রেমিক যুবককে ধরে মারপিট করে বোরকা ছিড়ে ফেলে। খবর পেয়ে তাজহাট থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে দুজনকে থানায় নেওয়া হয়েছে। আটক দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এসআই আরও জানান, এই ঘটনায় কেউ কারও বিরুদ্ধে অভিযোগ না করায় অভিভাবকদের জিম্মায় দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।