চুয়াডাঙ্গার দর্শনায় অবৈধভাবে দুই হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল মজুদ করায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে জব্দকৃত তেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
বুধবার (১১ মে) বিকাল ৪টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতল বাজারের মেসার্স মা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে মেসার্স শাহ এন্টারপ্রাইজকে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মেয়াদমূল্য লেখাবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকাসহ দুটি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।অধিকার

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























