ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিলুপ্ত একটি নীলগাই জবাই করে দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।
স্থানীয়রা বলছে, একটি নীলগাই উদ্ধার করেছিল তারা। নীলগাইটি পরে অসুস্থ হয়ে পড়লে জবাই করে দেওয়া হয়।
ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতোমধ্যে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে বিষয়টি জানিয়েছি।
রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল সুলতান জুলকার নঈন কবি স্টীভ বলেন, বিলুপ্ত হওয়া নীলগাই জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য- গাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।