শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে রণিল বিক্রমাসিংহেকে। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় শপথ নেবেন তিনি। তার নেতৃত্বাধীন দল ইউএনপির সূত্র উল্লেখ করে এ খবর জানিয়েছে ডেইলি মিরর।
খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক হয়। সেই বৈঠকেই এ সিদ্ধান্ত গৃহীত হয়।