আগামী সোমবার (১৬ মে) পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। ব্রাজিলের মাতো গ্রোসো দ্য সুল রাজ্যের বেলা আলভোরাদা শহরে পূর্ণগ্রহণ শুরু হবে।
আজ বৃহস্পতিবার (১২ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন ০৯টা ২৮ মিনিট ৪২ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে ১০টা ৫৪ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে গ্রহণ শেষ হবে। ১০টা ১১ মিনিট ৩৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.৪২০।