রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক স্ত্রী লুদমিলা ওচেরেতনায়া এবং কথিত প্রেমিকা সাবেক জিমন্যাস্ট এলিনা কাভায়েভার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য এই দুইজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, পুতিন পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হচ্ছে। ইউক্রেন থেকে রুশ সেনা চলে গেলে এ নিষেধাজ্ঞা বাতিল করা হবে।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে রাশিয়া। এরপর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে।