অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৭ মে) ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, গত দুদিন যাবত পেটের পীড়ার কারণে অসুস্থ বোধ করছিলেন মির্জা আব্বাস। তাই আজ ভোরে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান গত রবিবার (১৫ মে) অসুস্থ হলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি অনেকটা সুস্থ আছেন।