বিশ্বের ১১টি দেশে ভয়াবহ মাংকিপক্স ছড়িয়েছে বলে খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সর্বশেষ খবর অনুযায়ী শতাধিক মানুষের দেহে এ রোগ দানা বেঁধেছে।
ডব্লিউএইচও বলেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১১টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ মাংকিপক্স। শতাধিক মানুষের দেহে এ রোগ ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। খবর বিবিসির।শুক্রবার (২০ মে) জার্মানির সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসে দেশটির প্রথম মাংকিপক্স শনাক্ত হয়। এরপর থেকেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।