বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রাঙ্গনে ই-ক্লাব ও ইইই বিভাগের যৌথ উদ্যোগে “ফাইনাল ইয়ার প্রজেক্ট শোকেসিং” অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. ফয়জার রহমান ।
বিচারকের দায়িত্ব পালন করেন ড. মো. শামীম আনোয়ার, অধ্যাপক ও প্রধান, ইইই, রুয়েট ও ড. মুহাম্মদ আব্দুল গফফার খান, সমন্বয়কারী এবং রেজওয়ানা সুলতানা, সহকারী অধ্যাপক, ইইই, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় প্রতিযোগীদের কাজ দেখতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় বিচারকগণ কর্তৃক প্রদর্শিত প্রকল্পের মূল্যায়ন শেষে সহকারী অধ্যাপক রেজওয়ানা সুলতানার সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধের সূচনা হয়। তারপর ড. মো. শামীম আনোয়ার তার বক্তৃতায় ওবিই পদ্ধতির উপর ভিত্তি করে মূল্যায়নের মানদণ্ডের প্রশংসা করেন যা প্রকৌশল ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। প্রফেসর ড. মো. ফয়জার রহমানও অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
এরপর ড. মুহাম্মদ আব্দুল গফফার খান প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপের কাঙ্খিত নাম ঘোষণা করেন। বিজয়ীদের অভিনন্দন জানায়।
ড. মো. ফয়জার রহমান, ড. মো. শামীম আনোয়ার এবং ড. মুহম্মদ আব্দুল গফফার খান বিজয়ীদেরকে সর্বমোট ১০ হাজার টাকা অর্থ দিয়ে পুরস্কৃত করেন এবং সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন। সমাপনী বক্তব্যে ড. মুহাম্মদ আব্দুল গফফার খান এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের প্রশংসা করেন এবং প্রকল্প প্রতিযোগিতার গুরুত্ব সম্পর্কে কিছু মূল্যবান পরামর্শ দেন। পরিশেষে, বিজয়ীদের পাশাপাশি শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণকারীদের জন্য একটি ফটো সেশন পর্ব ছিল।

নিজস্ব প্রতিবেদক: 

























