বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে বিজেপি নেত্রী

ইসলামের নবী হযরত মোহম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে দিল্লির বিজেপি নেত্রী নুপুর শার্মা। তার ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল সম্প্রতি। যার পর নুপুর অভিযোগ করেন, তাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এবার নুপুরের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল মুম্বাই পুলিশ।

গতকাল বিজেপি নেত্রী দাবি করেন, ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের ‘এডিট’ করা একটি ভিডিও টুইট করেছিলেন। তার ফলেই বিতর্ক তৈরি হয়েছে।

জানা গিয়েছে, জুবায়ের জ্ঞানবাপী মসজিদের মামলার ওপর একটি টিভি বিতর্ক শো থেকে ৮৬ সেকেন্ডের একটি ক্লিপ টুইট করেন। সেখানেই নবী মোহাম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় নুপুরকে। এর পর থেকেই তাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।

এবার জানা গেল, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ, ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নুপুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ইরফান শেখ নামের এক ব্যক্তি।

এদিকে বিজেপি নেত্রী আগেই দিল্লি পুলিশকে ট্যাগ করে একটি টুইট করেছেন। সেখানে তিনি জানান, যাবতীয় সমস্যার জন্য দোষী মোহাম্মদ জুবায়ের। তিনিই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন। নেত্রী বা তার পরিবারের কিছু হলে জুবায়েরই দায়ী থাকবেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বেনারসের জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় প্রাপ্ত ‘শিবলিঙ্গ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের সহকারী অধ্যাপক রতন লাল।

গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এরপর ৫০ বছর বয়সী ওই অধ্যাপককে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। অবশেষে গ্রেপ্তার করা হয় তাকে।দেশ রূপান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে বিজেপি নেত্রী

প্রকাশিত সময় : ০৮:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

ইসলামের নবী হযরত মোহম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে দিল্লির বিজেপি নেত্রী নুপুর শার্মা। তার ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল সম্প্রতি। যার পর নুপুর অভিযোগ করেন, তাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এবার নুপুরের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল মুম্বাই পুলিশ।

গতকাল বিজেপি নেত্রী দাবি করেন, ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের ‘এডিট’ করা একটি ভিডিও টুইট করেছিলেন। তার ফলেই বিতর্ক তৈরি হয়েছে।

জানা গিয়েছে, জুবায়ের জ্ঞানবাপী মসজিদের মামলার ওপর একটি টিভি বিতর্ক শো থেকে ৮৬ সেকেন্ডের একটি ক্লিপ টুইট করেন। সেখানেই নবী মোহাম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় নুপুরকে। এর পর থেকেই তাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।

এবার জানা গেল, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ, ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নুপুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ইরফান শেখ নামের এক ব্যক্তি।

এদিকে বিজেপি নেত্রী আগেই দিল্লি পুলিশকে ট্যাগ করে একটি টুইট করেছেন। সেখানে তিনি জানান, যাবতীয় সমস্যার জন্য দোষী মোহাম্মদ জুবায়ের। তিনিই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন। নেত্রী বা তার পরিবারের কিছু হলে জুবায়েরই দায়ী থাকবেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বেনারসের জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় প্রাপ্ত ‘শিবলিঙ্গ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের সহকারী অধ্যাপক রতন লাল।

গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এরপর ৫০ বছর বয়সী ওই অধ্যাপককে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। অবশেষে গ্রেপ্তার করা হয় তাকে।দেশ রূপান্তর