বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফের পুতিনের অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন ল্যাভরভ

আবারো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

সম্প্রতি ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান-কে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, “আমি মনে করি না যে, বিবেকবান লোকেরা এই ব্যক্তিটির মধ্যে কোনও ধরণের অসুস্থতা বা অসুস্থতার লক্ষণ দেখতে পেয়েছে!” 

আসন্ন অক্টোবরে ৭০ বছরে পা রাখতে যাওয়া পুতিনের নিয়মিত প্রকাশ্যে উপস্থিত হওয়ার বিষয়টি বিবেচনা করেই তিনি এমনটা বলেন। কয়েক দিন আগে ব্রিটিশ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিশ্ব মিডিয়াকে বলা হয় যে, রাশিয়ান প্রেসিডেন্ট গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রমবর্ধমান অসমর্থিত জল্পনা যে, তিনি অসুস্থ এবং সম্ভবত ক্যান্সারে ভুগছেন।

যাইহোক, পুতিনের সুস্থতা সম্পর্কে এমন গুজব কয়েক বছর ধরেই নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে এবং ক্রেমলিনের পক্ষ থেকে তা বারবারই প্রত্যাখ্যান করা হয়েছে। যেমনটি এবারও করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভের এই সাক্ষাৎকারটি এমন সময় প্রকাশ্যে এসেছে, যখন ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ বাহিনী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলকে “মুক্তকরণ” রাশিয়ার জন্য “নিঃশর্ত অগ্রাধিকার”। তিনি ক্রেমলিনের ব্যাপকভাবে আলোচিত উদ্ধৃতির পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়া ইউক্রেনে একটি “নব্য-নাৎসি শাসনের” বিরুদ্ধে লড়াই করছে।

জাতিসংঘের মতে, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৩১ জন বেসামরিক লোক নিহত এবং ৪ হাজার ৭৩৫ জন আহত হয়েছেন। নিহত বা আহত হয়েছেন হাজার হাজার যোদ্ধা। তবে প্রকৃত সংখ্যা এর থেকেও বেশি বলে দাবি করেছেন বিশ্ব সংস্থাটির কর্মকর্তারা। 

এছাড়া শহর ও নগরগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ১৪ মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। সূত্র- বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফের পুতিনের অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন ল্যাভরভ

প্রকাশিত সময় : ০৯:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

আবারো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

সম্প্রতি ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান-কে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, “আমি মনে করি না যে, বিবেকবান লোকেরা এই ব্যক্তিটির মধ্যে কোনও ধরণের অসুস্থতা বা অসুস্থতার লক্ষণ দেখতে পেয়েছে!” 

আসন্ন অক্টোবরে ৭০ বছরে পা রাখতে যাওয়া পুতিনের নিয়মিত প্রকাশ্যে উপস্থিত হওয়ার বিষয়টি বিবেচনা করেই তিনি এমনটা বলেন। কয়েক দিন আগে ব্রিটিশ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিশ্ব মিডিয়াকে বলা হয় যে, রাশিয়ান প্রেসিডেন্ট গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রমবর্ধমান অসমর্থিত জল্পনা যে, তিনি অসুস্থ এবং সম্ভবত ক্যান্সারে ভুগছেন।

যাইহোক, পুতিনের সুস্থতা সম্পর্কে এমন গুজব কয়েক বছর ধরেই নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে এবং ক্রেমলিনের পক্ষ থেকে তা বারবারই প্রত্যাখ্যান করা হয়েছে। যেমনটি এবারও করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভের এই সাক্ষাৎকারটি এমন সময় প্রকাশ্যে এসেছে, যখন ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ বাহিনী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলকে “মুক্তকরণ” রাশিয়ার জন্য “নিঃশর্ত অগ্রাধিকার”। তিনি ক্রেমলিনের ব্যাপকভাবে আলোচিত উদ্ধৃতির পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়া ইউক্রেনে একটি “নব্য-নাৎসি শাসনের” বিরুদ্ধে লড়াই করছে।

জাতিসংঘের মতে, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৩১ জন বেসামরিক লোক নিহত এবং ৪ হাজার ৭৩৫ জন আহত হয়েছেন। নিহত বা আহত হয়েছেন হাজার হাজার যোদ্ধা। তবে প্রকৃত সংখ্যা এর থেকেও বেশি বলে দাবি করেছেন বিশ্ব সংস্থাটির কর্মকর্তারা। 

এছাড়া শহর ও নগরগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ১৪ মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। সূত্র- বিবিসি।