একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। নজরুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সাবেক আমির। শুক্রবার (৩ জুন) বেলা ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম মোহাম্মদপুরে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়াতের সাবেক আমির নজরুল ইসলাম ছাড়াও দলটির সাবেক নেতা রেজাউল করিম মন্টু ও মো. শহিদ মণ্ডলকে গত ৩১ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























