ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিভাগীয় শহরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
শুক্রবার বেলা ১১টায় ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করছে আঠারো শতাধিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল ৪ জুন (শনিবার) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন (শুক্রবার) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এছাড়াও আগামী ১৭ জুন সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা মিলে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। আগামীকাল ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে ৬ হাজার শিক্ষার্থী।
পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে যান নিয়ন্ত্রণ ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার জন্য বিভিন্ন ব্যবসা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের যানবাহনসমূহ কাজলা গেট ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং মেইন গেট দিয়ে বের হয়ে যাবে। পরীক্ষার জন্য নির্ধারিত অ্যাকাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো যান চলাচল করতে পারবে না। ক্যাম্পাসের কোনো সড়কে ও তার আশেপাশে যানবাহন রাখা যাবে না। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।
প্রসঙ্গত, গতবারের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় শহরের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক: 
























