শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মেয়র নাজিম উদ্দিনের ৪ বছর কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা জেলার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

দুদকের প্রসিকিউটর রেজাউল করিম রেজা জানান, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে নাজিম উদ্দিনকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড, ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অসাধু উপায়ে অর্জিত এসব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

অন্যদিকে সম্পদের তথ্য গোপনের দায়ে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড  অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

২০১৭ সালের ৩০ আগস্ট দুদক দেওয়ান নাজিম উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর নাজিম উদ্দিন সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণী পর্যালোচনা করে ৫০ লাখ ৭৯ হাজার ৩০০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এক কোটি ৮ লাখ ২১ হাজার ৩৯৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট মনিরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাবেক মেয়র নাজিম উদ্দিনের ৪ বছর কারাদণ্ড

প্রকাশিত সময় : ১০:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা জেলার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

দুদকের প্রসিকিউটর রেজাউল করিম রেজা জানান, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে নাজিম উদ্দিনকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড, ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অসাধু উপায়ে অর্জিত এসব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

অন্যদিকে সম্পদের তথ্য গোপনের দায়ে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড  অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

২০১৭ সালের ৩০ আগস্ট দুদক দেওয়ান নাজিম উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর নাজিম উদ্দিন সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণী পর্যালোচনা করে ৫০ লাখ ৭৯ হাজার ৩০০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এক কোটি ৮ লাখ ২১ হাজার ৩৯৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট মনিরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।