জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর এলাকার আলমপুর মোড়ে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন
নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮), বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্দিপুর গ্রামের মদন কামারের ছেলে শ্যামল বৈরাগী (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজার থেকে মধুপুর বাজার যাওয়া পথে একটি মুরগীবাহী পিকআপভ্যান একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























