ঋণখেলাপি এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু চেক বই ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
ব্রিফিংয়ে র্যাব জানায়, মাকসুদুর রহমান চারদিন আগে গুলশানের একটি বাড়িতে আত্মগোপনে এসেছেন-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























