তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ক্লিনফিড বাস্তবায়িত না হলে বাতিল হবে অপারেটর লাইসেন্স।এ ছাড়া জাতীয় দৈনিক পত্রিকা টক-শো বা নিউজ বুলেটিন প্রচার করতে পারবে না। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
এ ছাড়াও আইপি টিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবেও জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, নিউজের সঙ্গে ভিডিও ক্লিপ যেতেই পারে। এটা বিভিন্ন দেশে হয়ে থাকে। তবে রীতিমত টকশো! পত্রিকার ডিক্লারেশনে তো টকশো করার অনুমতি ছিল না। আবার অনেকে নিউজরুম খুলে বুলেটিন প্রচার করে, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা ডিক্লারেশনের যে নীতি আছে তার বরখেলাপ।
এ সময় ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সুযোগ নিয়ে অনেক সাংবাদিকও মামলা করেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজন আছে। কোনো সাংবাদিক অহেতুক বা মিথ্যা মামলায় হয়রানি হওয়া উচিত নয়, কারোই হওয়া উচিত নয়। কিন্তু কেউ অপরাধ করলে বিচার হওয়ার প্রয়োজন রয়েছে।
সাংবাদিক ফজলে এলাহীর বিষয়ে মন্ত্রী বলেন, সাংবাদিক ফজলে এলাহীর ক্ষেত্রে কি হয়েছে আমি জানি না। একজন প্রাইভেট পারসন মামলা করেছে এবং তার জামিনও হয়েছে। তার প্রতি যেন কোনো অবিচার না হয় সেটা দেখার বিষয়। সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। আমি বিষয়টি জেনেছি, তার প্রতি যাতে কোনো অন্যায় না হয় সেটি অবশ্যই আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেখবো।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























