সৌদি আরবে হজ করতে যাওয়া এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন। মারা যাওয়া ব্যক্তি হলেন জাহাঙ্গীর কবির (৫৯)।
তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
জাহাঙ্গীর কবির শনিবার (১১ জুন) সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন।
গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। রবিবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।