| ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই রাজনীতিবিদ নূপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুন) দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি-চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা, ‘মুহাম্মদ এই একটি নামে এতো প্রেমের ঢ্ল, জগত জুড়ে ভালোবাসার কোলাহল; প্রাণের নবীকে নিয়ে আপোষ নয়, আপোষকারী মানুষ নয়; বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান; আমর নবী আমার প্রাণ; এছাড়াও রাসুলুল্লাহ (সা.)-এর সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত ইত্যাদি লেখা সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনেকেই বক্তব্য রাখেন। তারা বলেন, ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এবং তার সহধর্মিণী উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং নভিন জিন্দাল যে কটূক্তি করেছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। যেখানে আমাদের নবী (সা.)-এর চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তা’য়ালা সনদ প্রদান করেছেন, সেখানে তারা কিভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস পায়। বিজেপি সরকার তাদের দুই নেতাকে গ্রেপ্তার করে থেমে থাকলেই হবে না, তাদের শাস্তির আওতায় আনতে হবে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা সরকারকে রাষ্ট্রীয়ভাবে হযরত মুহাম্মদ (সা.) এবং হযরত আয়েশা (রা.)-কে অবমাননার প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করেন। শিক্ষার্থীরা বলেন, আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব, তিনি যেন ভারত সরকারকে রাষ্ট্রীয় প্রতিবাদ জানান। এছাড়াও ইসলাম এবং মহানবী (সা.)-কে কেউ কটূক্তি করার সাহস না পায় সেজন্য সংসদে আইন করার অনুরোধ জানায়। |
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে খুবিতে মানববন্ধন
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ১১:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- ১৩৮
Tag :
সর্বাধিক পঠিত


























