শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিজিবি

ভারতের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতে আকস্মিক ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গত এলাকার জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যার্তদের নৌকার মাধ্যমে উদ্ধার করাসহ বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ১৮ জুন সকাল ৯টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর জৈন্তাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল থেকে জৈন্তাপুর বিওপির বিওপি কমান্ডারের নেতৃত্বে টহল দল ২০ জন স্থানীয় বন্যা কবলিত জনসাধারণকে নৌকার মাধ্যমে উদ্ধার করে বিড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ণ কেন্দ্রে নিরাপদে পৌঁছে দিয়েছে। এছাড়াও আজ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকার বন্যা কবলিত জনসাধারণের মাঝে জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, সোনারখেওর ডোনা, আটগ্রাম এবং লোভাছড়া বিওপির তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত আছে।

এদিকে শুক্রবার (১৭ জুন) বন্যায় তলিয়ে যাওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে অবস্থানরত ছাত্রীদের উদ্ধার করেছে বিজিবি। বিকেলে জকিগঞ্জ-১৯ ব্যাটালিয়ন বিজিবির তিন টনের দুইটি ট্রাক ক্যাম্পাসে পৌঁছায়।

১৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, লে. কর্নেল সোহেল আহমেদের নেতৃত্বে দুইটি ট্রাকে ২০ বিজিবি সদস্য মালামালসহ ছাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। দেশ রূপান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিজিবি

প্রকাশিত সময় : ০৪:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

ভারতের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতে আকস্মিক ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গত এলাকার জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যার্তদের নৌকার মাধ্যমে উদ্ধার করাসহ বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ১৮ জুন সকাল ৯টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর জৈন্তাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল থেকে জৈন্তাপুর বিওপির বিওপি কমান্ডারের নেতৃত্বে টহল দল ২০ জন স্থানীয় বন্যা কবলিত জনসাধারণকে নৌকার মাধ্যমে উদ্ধার করে বিড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ণ কেন্দ্রে নিরাপদে পৌঁছে দিয়েছে। এছাড়াও আজ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকার বন্যা কবলিত জনসাধারণের মাঝে জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, সোনারখেওর ডোনা, আটগ্রাম এবং লোভাছড়া বিওপির তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত আছে।

এদিকে শুক্রবার (১৭ জুন) বন্যায় তলিয়ে যাওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে অবস্থানরত ছাত্রীদের উদ্ধার করেছে বিজিবি। বিকেলে জকিগঞ্জ-১৯ ব্যাটালিয়ন বিজিবির তিন টনের দুইটি ট্রাক ক্যাম্পাসে পৌঁছায়।

১৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, লে. কর্নেল সোহেল আহমেদের নেতৃত্বে দুইটি ট্রাকে ২০ বিজিবি সদস্য মালামালসহ ছাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। দেশ রূপান্তর