আর্তের সেবায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রায়ই বিভিন্ন উদ্যোগ নিতে দেখা যায়। সমাজের অসঙ্গতি নিরসনেও তিনি সোচ্চার। সম্প্রতি সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশার কথা তিনি সমাজিক যোগাযোগমাধ্যমে জানান। এ সময় তিনি অন্যদের সহযোগিতা কামনা করেন। এই আহ্বানের পর একদিনের ব্যবধানে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৭০ লাখ টাকা তিনি সংগ্রহ করেছেন বলে আজ সকালে (২০ জুন) ফেইসবুক লাইভে জানিয়েছেন। সুমন বলেন, ‘দেশে-বিদেশে সবার কাছে আহ্বান জানিয়েছিলাম। আহ্বানে সাড়া দিয়ে গত একদিনের ব্যবধানে প্রায় ৭০ লাখ টাকা আমাদের পাঠানোর ব্যবস্থা আপনারা করেছেন। এর মধ্যে ৫২ লাখ টাকা আমার কাছে এসে পৌঁছেছে। বাকি টাকা আসার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’ ‘আমার কাছে মনে হচ্ছে, আজকের পর থেকে আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। সবাই আমাকে যে বিশ্বাস করেছেন এটাই আমার জীবনের বড় পাওয়া।’ এই আইনজীবী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিটি পয়সা বন্যার্ত মানুষের কাছে তাদের খাবার, বন্যায় ভেঙে যাওয়া বাড়িঘর তৈরিতে যতটুকু পারি সুষ্ঠুভাবে ট্রান্সপারেন্ট থেকে সহযোগিতা করতে চাই।’ তার প্রতিষ্ঠিত ফুটবল একাডেমির সদস্যরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন জানিয়ে সুমন বলেন, ‘ফুটবল টিমের সদস্যরাও বন্যার্তদের কষ্ট লাঘবে দিন-রাত কাজ করে যাচ্ছেন। আপনাদের কষ্টের টাকায় কেনা সামগ্রী আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আপনারা আমাকে বিশ্বাস করে মাত্র একদিনের ব্যবধানে ৭০ লাখ টাকা দিয়ে দিলেন, একটা মানুষের জীবনের এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। এখন আমার দায়িত্ব হলো আপনাদের প্রতিটি টাকা কীভাবে খরচ হলো, সেটার হিসাব রাখা। আমি এই বিশ্বাসের মর্যাদা রাখব।’