ইউক্রেনে রুশ হামলাজনিত মানবিক বিপর্যয়ে হলিউডের অনেক তারকা দেশটির সঙ্গে একাত্ম প্রকাশ করেছেন। যুদ্ধের ডামাডোলের মাঝে কেউ কেউ কিয়েভে ভ্রমণও করেন। সে তালিকায় যুক্ত হলেন বেন স্টিলার।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, সোমবার কিয়েভে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন ইহুদি বংশোদ্ভূত এ তারকা। তিনি যুদ্ধ মোকাবিলায় ইউক্রেনের প্রেসিডেন্টের নেতৃত্বের প্রশংসা করেন।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম’ ফ্র্যাঞ্চাইজি অভিনেতার এবারের ইউক্রেন ভ্রমণ। জেলেনস্কির সঙ্গে বৈঠক প্রসঙ্গে জাতিসংঘের শুভেচ্ছা দূত স্টিলার বলেন, ‘এটি আমার জন্য একটি বড় সম্মান… আপনি আমার নায়ক।’
আরও বলেন, ‘আপনি যা করেছেন, যেভাবে দেশ-বিশ্বকে একত্রিত করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
এ দিকে রবিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সিভিয়েরোদোনেৎস্কের শহরতলি মেটিওলকিন দখল নিয়েছে রাশিয়ার সেনারা। সোমবার তারা ঢুকে পড়ল মূল শহরে। পূর্ব ইউক্রেনের
এই শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। সিভিয়েরোদোনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রাশিয়ার সেনার দখলে। তবে এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে আছে। কারখানার ভেতরে আশ্রয় নিয়েছিলেন অন্তত তিনশ বেসামরিক মানুষ। তারা সকলেই সেখানে আটকে পড়েছেন। তাদের ঘিরে রেখেছে ইউক্রেনের সেনারা।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























