বেনাপোল চেকপোস্টে গ্রীনলাইন পরিবহন থেকে ১০টি সোনার বার উদ্ধার
বেনাপোলে গ্রীনলাইন পরিবহনের সীটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। তবে এতে পাচারকারী চক্রের কোনো সদস্যকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার সময় বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক সাহেদ মীনহাজ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইন পরিবহন তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অধিকার