ন্যা দুর্গত সিলেটে আড়াই হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বন্যার্ত মানুষের কাছে গিয়ে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেছেন সমিতির নেতারা।
মঙ্গলবার সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি এলাকায় ত্রাণ বিতরণ নিপুণ, রিয়াজ, সাইমন সাদিক ও জেসমিন।
সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক সংবাদমাধ্যমকে বলেন, মানুষের পাশে দাঁড়াতে হবে। সময়টা এখনই। এ সময় ঘরে বসে থাকা মানে আত্মগ্লানি তৈরি হওয়া। তাই আমরা ছুটে গিয়েছি বন্যার্তদের পাশে। মানুষের পাশে থাকার এটাই সঠিক সময়। আপনারাও এগিয়ে আসুন।
নিপুণ বলেন, আমাদের সামর্থ্যের মধ্য থেকে সিলেটের দুর্গতদের পাশে গিয়েছি। পানিতে আটকে থাকা মানুষের জন্য যেসব খাবার দরকারে সেসব নিয়ে তাদের কাছে গিয়েছি। প্রচুর পরিমাণে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির বেশি প্রয়োজন। আমরা সেগুলো দিচ্ছি।
এর আগে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন অনন্ত জলিল, শাকিব খান, ডিপজলসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী।