আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ১৫০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সির মহাপরিচালক আবদুল ওয়াহিদ রায়ান এ তথ্য জানিয়েছেন।
রায়ানের বরাতে আনাদোলু নিউজ এজেন্সি জানায়, বধুবার ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে অন্তত এক হাজার ৬০০ মানুষ আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে এক হাজার ৮০০টির মতো ঘরবাড়ি।
প্রাকৃতিক এই দুর্যোগে বিধ্বস্ত আফগানিস্তানে ইতোমধ্যেই পাকিস্তান, কাতার ও ইরান থেকে মানবিক সহায়তা পৌঁছেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
আফগান সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বাড়িঘর। কম্বলে মোড়ানো মরদেহের সারি মাটিতে রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবি জানিয়েছেন, আহতদের উদ্ধারে এবং খাবার ও জরুরি চিকিৎসা পণ্য পরিবহনে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, কিছু গ্রাম পাহাড়ের দুর্গম অঞ্চলে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে এবং বিস্তারিত সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে। সবচেয়ে বেশি নিহতের ঘটনা নিশ্চিত হওয়া গেছে পাকতিকা প্রদেশে। সেখানে ২৫৫ জন নিহত এবং আরও দুই শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানা গেছে। এ ছাড়া খোস্ত প্রদেশে আরও ২৫ জন নিহত এবং ৯০ জনকে হাসপাতালে নেওয়ার তথ্য জানান তিনি।
এদিকে, ভূমিকম্পে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























