রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে বিশৃঙ্খলার অভিযোগ প্রমাণিত হলেই তাদের বহিস্কার করা হবে। জোরপূর্বক হলের সিট থেকে নামানো কিংবা অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধ্যক্ষ পরিষদ সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া আবাসিক হলে কোন ধরনের বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না।’
শুক্রবার (২৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভা শেষে এসব কথা বলেন আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























